স্বপ্নবাহী পঞ্চমীর চাঁদ
ভেসে যায় আমার ঘুমে
একা একা
আত্মসুখে
বিষন্ন বাংলাদেশের ভিটেমাটি ছুঁয়ে!


ছিন্নমূল শিকড়ের বৃষ্টিভরা মেঘ
নির্বাসিত মানুষের তীব্র পদপাত
সাপের খোলস
ভাষ্যপাঠে মূর্ত ছায়া মৃত্যুভয় উপেক্ষায়
সারারাত অনাদরে পুণ্যস্নান
অশরীরী বিষাদ-পুরাণ!


নই ঐশ্বর্যপ্রেমিক
তবু কেন
আরব্যরজনীর গল্প
দলছুটি হরিণীর পায়ের নূপুর
তুলোট কাগজে প্রেমের ইতিকথা
ছায়ামাখা নীল খাম
অলৌকিক সোনালি আশ্রয়
তোমাদের সমস্ত কাহিনি জুড়ে
প্রণয় অভ্যাস পোষ মানা উচ্চারণ!
গোপন আশ্বাসে সুখের তালিকা সারাক্ষণ!


আত্মবিভোর গতির বিধান
যদি চাও
নিঃশব্দে স্বপ্নের সুষমা মেখে
আগুনের মধ্যে দিয়ে একটু জোরে হাঁটলেই
দিতে পারি
স্মৃতিময় বিস্মৃতির নিষিদ্ধ দহন!


সকলেই সৃষ্টিসুখে ঘুমিয়ে
পেরিয়ে যায় যৌথভাবে
বিধিনিষেধের বেড়া!


অথচ আমার ঘুম
এখনও
একা একা!
-স্বপ্নময় স্বপন©