আমারও তো কথা ছিল
কথা ছিল রাইশস্যের ঘ্রাণে
এঁকে দেব লাঙলের রেখা
দ্বিধান্বিত ভূখণ্ডের পটে!


মাছেদের  কানকোর ভেতর
দেখে নেবো
সভ্যতার শয্যা গোপন
কথা ছিল অপার পৃথিবী ফুঁড়ে
উঁকি মেরে দেখে নেবো
হৃতসুখ ডুবন্ত মানুষ
দুই পারের যৌথ জীবন!


পরম শূন্যের ভেতর
উদোম শিশুরা দেখে
নিমগ্ন শিল্পের ক্ষারে
বিবাহিত যুদ্ধবিমান!


আমারও তো কথা ছিল
ভেঙে ফেলে আদিম অর্চনা
মিটিয়ে দেব সমস্ত পারাপারের দেনা!
চাঁদের কলঙ্ক ছেঁকে
জলের দামে বিকিয়ে দেব
জোছনার রোদ!


আমি জেনে গেছি,
নিভৃত দুই হাতে ধরে অথৈ দীর্ঘশ্বাস  
বোঝেনি তো কেউ
মাকড়সার আঠায় মাছিগুলো চুমু খেয়ে
খুইয়েছিল নিজস্ব ইতিহাস!


প্রেমিকার ঠোঁট কেটে
নিরামিষাশী মানুষের বাজার
অনাহূত ছিঁড়ে ফেলি
এলোমেলো ভ্রূণ
বিবিধ জন্মের মাছরাঙার!


নিজের শরীর ছেঁটে
মধ্যরাতের গহীন জলাশয়
বিষপিঁপড়ের জীবন নিয়ে
মানুষের গ্রীবায় রাজত্ব করে যায়!
-স্বপ্নময় স্বপন©