আমি আমার গল্প নই!
তোমার রৌদ্রশুষ্ক  পেয়ালায়
আলো ঢেলে
স্বপ্নে বিভোর স্রষ্টার
প্রেমে বুঁদ হয়ে পড়ে আছি
অনন্ত যুগ ধরে
সব লেখা আছে অন্তরে অন্তরে
না বোঝে আমার কথা
না বোঝে আমারে
করুণার নীল বেদনার নীলে
খুব অসহায় দূর স্বপ্নের নীল ছুঁয়ে
নীলিমার চোখে চোখ রেখে শব্দ ওড়ায়
প্রেম চোখে আঁকা বালিকা
আমি কবিতা লিখতে জানি না
আমি কবিতা লিখতে জানি না
শোন শোন প্রিয়ে
আমি কবিতা লিখি না
আমি কাব্য করি না
আমি কবিতা জানি না
আমি কবিতা লিখতে পারি না
আমি কবি নই
স্বার্থের বিষে চেতনার নীলে
কাঁপে সত্যের নীল
বিরহ আঘাতে নীলাভ কাব্য
নীলে মিশে গেছে বোধ
তবু জেগে রয় বিপ্লবে প্রতিশোধ
আমি কবি নই আমি কবি নই
যা লিখি লিখি তাই সই তাই সই
অতীতের নীল ছুঁড়ে দুঃখের নীলে ধুয়ে
কষ্টের ক্যাকটাস আজ রক্তচোষা বাদুর
আমার দৃষ্টির কলম চুইয়ে কবিতা আসে না
দিগন্ত জুড়ে ব-দ্বীপে আজ পাখিরা বাঁধে না বাসা
আমি কবিতা লিখতে জানি না  
আমার হৃদয়ের অদৃশ্য জিহ্বায় নুয়ে আসে সাঁঝ বেলা
আমার নিজস্ব স্বরে শুনি অন্য অচিন ভাষা
তুমি ফিরে ফিরে  
আমার চোখে দৃষ্টি দাও
এবং দ্যাখো
আমি আমার কাব্য নই!
-স্বপ্নময় স্বপন©