আমি আছি আমি আছি
প্রগাঢ় বিষাদে পর্যুদস্ত
ঊরু ও স্তনের স্মৃতি বিস্মৃতির
রোদ ও বাতাসে!
ইট-পাথরের শহরে কাশতে কাশতে….


একমুঠো শুভ্রতার ঘুরপাকে
চুম্বন করেছি খেলা করে করে
রোমশ যৌনাঙ্গে তোমার…
টাটকা পদ্মের পাঁপড়ি  ছুঁয়ে!

শরীরে ক্ষত ও রক্ত
একদিকে হিংসা ও ধ্বংস
ঘাস ও লাল; রাত্রির ঘ্রাণ
অন্যদিকে কমলা বাগান!


ঠোঁট পুড়ে গেল, কোটরে আগুন!
ঘাড় গুঁজে দাঁতে কেটে লিঙ্গ নিলো
ন্যাংটো কিশোরী ইঁদুর!
চেয়ে চেয়ে দেখে ডিম্বাকৃতি কুকুর!


যক্ষ্মাগ্রস্ত আকাশের বালি উড়ে মগ্ন চৈতন্যে!
নিজের ভেতর নিজেকে কেউ বলে
আমি আছি! আমি আছি!
উপাসনাময় নাস্তিকতার অক্ষরচিহ্নে!
শেষ নয়, শেষ নয়, আরও কিছু বাকি...
-স্বপ্নময় স্বপন©