আত্মতার সুড়ঙ্গে রক্তাক্ত মাতলামি
বোধির ভিতরে!
আত্মদহনের  সুনিবিড় উদ্বোধনে
অনাবিল মরণের আলম্ব অহংকার নিয়ে
বিহঙ্গসত্তার গান!


বিশ্বাসে-অবিশ্বাসে,
সংস্কারে কুসংস্কারে,
ধর্মে অধর্মে
ইতিহাসের সুদীর্ঘ সড়কে
জলাহার সন্ধান!


এসবের কী প্রয়োজন!


জেগে ওঠা প্রবালখচিত দ্বীপ
অজস্র মৃত্যুর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে
জ্বলন্ত সমুদ্র শুষে নেয়  মৌলিক অধিকার!


ভেসে যাওয়া ইচ্ছেগুলির সমান্তরালে
লাশের দড়ির সঙ্গে বিহঙ্গখচিত লন্ঠন!
-স্বপ্নময় স্বপন©