বিবাগী মানুষ
ঘরের শূন্যতা দেখে
অরণ্যের পথে
ঘর ছেড়ে
শূন্যতায় উড়ন্ত
নিদাঘের রৌদ্রতাপে
কামনার পোকা শুষে নেয়
রজনীগন্ধার সমস্ত ভাণ্ডার
খাঁ-খাঁ খরতাপে উবে যায়
ভরাট-শূন্যতায় সমপন্নের জল
নিঃশেষে নিঃশেষ
হৃদয়ের উল্লোলে শরীরি আবেশ
বিমর্ষ স্বপ্নের দন্ডিত বাৎসায়ন
ঊর্বশী বুকে পূর্ণতা খোঁজে
বালকের ঘুড়ির মতোন
রাতের অন্ধকার
হিংস্রতার ছায়ায়
সিকস্তী চেতনায়
যুগামেত্মর শেষে
খোঁজে সময়ের চিহ্ন
কবির নিবন্ধতায়!
-স্বপ্নময় স্বপন©