একেবারেই আটপৌরে ঘরোয়া
সাদামাটা প্রেমের কবিতা
তোমার প্রতীক্ষায় আটকে আছে
বিষণ্ন বালুকায়
সারথি পথের শেষে সকল অভিমান
শূন্যতায় ঝুলে থাকে
শরবিদ্ধ স্বপ্নের চর্তুপদাবলীর
সঞ্চিত  খতিয়ান
গাঢ় অনুভুতির প্রগাঢ় প্রেম নিয়ে
ভেসে আসে দহনের বিপ্রতীপ খেয়া
সমুদ্রের নীলাভ লবণ আর সূর্যকিরণ
মৌনতার দেয়ালে খুঁটে খুঁটে খায়
তোমার একান্ত আকুলতা
স্বকীয় পৃথিবীর পিয়াসী কোমর
ওড়ায় শোকবার্তা
একটি অনচ্ছ রংধনুর ভেতর
আমার তাবৎ স্তবকে
হামাগুড়ি খায় তোমার অবয়ব
তুমি উন্মীল হও হৃদয় মৃত্তিকায়
কেউ জানেনা ভিতর বাহির
এত নাচমুদ্রা ধরে আছে
শরীরের ভিতরে শরীর
নিঃশব্দগুলো পৃষ্ঠাজুড়ে
তদগদ বিপন্ন অস্তিত্বে
বিপ্রকৃষ্ট জ্যোছনায়
বিপ্রতীপ নিয়তি
কাহারবা নাচে
দহনে ক্লান্ত চরাচরে
যুধিষ্ঠিরীয় অতল ও কুন্তল সায়রে
তোমার নক্ষত্রের ক্রুশে
সত্তার আর শূন্যতার
চেতনার নীলে
পুড়ে যায়
এক জোড়া বর্ণান্ধ বন
একাকী ক্রুশবিদ্ধ প্রেমকষ্টে!
-স্বপ্নময় স্বপন©