মগজে বহুদিন ধরে জ্বলা ক্ষোভের দাবানলে
জল ছুঁয়ে যায়
দিয়াশলাইয়ের ডেকে আনা আগুন
আদালত ঠিক করে দেয়!
ছিঃ কি ছাইপাশ!


ভ্রান্তি ঘূর্ণিপাকে
দাবানলে পোড়া সবুজ কবিতা
কিছুটা স্পর্শ করতে চেয়েছিল
পোড়া শব্দের খাম!


রাতভর ঝিঁঝিঁ পোকার গল্প
নারী-পুরুষ দিয়াশলাই বারুদে
আঁধারী শাড়ীর নীল আঁচলে
লোমশ বুকের ঘাম!


বিস্মৃতির রং নাম্বার!
পৃথিবীর বাসভূমি পুড়ে
চন্দ্রকণ্ঠে পূরবী সানাই
কত পোড়া প্রেমে মাধবীমাল্য
অন্তহীন অনলসম বিনি সুতার!
শুধু এপাশ ওপাশ!


ছেঁড়াখোঁড়া অনুভূতি
স্বপ্নের বসতি
গড়ে অন্তর
দাবানলে বরফবন্দী আগুন!
রঙের ধোঁকা
জলের কামুক
জানুক জানুক
চন্দ্রকথা দহন!
সারা সৈকত
অন্ধকারের ঘর!


বাতাসের মধ্যিখানে কালো ঘোড়ায় লাল চাঁদ
বহু দুর এবং নির্জন!
-স্বপ্নময় স্বপন©