কথা কও: আমি শুনছি
শব্দের সঙ্গে
যারা কথা বলে অর্থহীন শব্দের সঙ্গে
শোনো, শোনোঃ শ্রুতির মতো
আমি জন্মেছিলাম
পাতা ঝরা কোন  শীতার্ত দুপুরের
হাতের উষ্ণ তালুতে
একরত্তি আশা নাড়ির স্পন্দন
বাতাস বেঁচে থাকে নৈঃশব্দের আলিঙ্গনে


এসো, এসোঃ ওষ্ঠজোড়ার মতো
এত কাছে এসো না-অন্ধ রাত্রির মতন!
জোছনা শুধু দুঃখ দেখায়
বিষণ্ণতার একেকটা গাঢ় নির্জনতা
চুম্বনের চিহ্নপথ চিহ্নিত করে রক্তাভায়


হিম অন্ধকার
মৃত্যুকে ধারণ করে
জ্বলন্ত হীরকের দ্যুতি ছড়িয়ে দেয়
সমাহিত নিঃশ্বাস
কৃষ্ণায়িত নক্ষত্রে জ্বলজ্বলে যন্ত্রণা
নীল নির্ঘুম সংগীতে হৃদস্পন্দন খোঁজে


তোমার অগ্নিময় মুখ
বিভ্রান্ত চাঁদের মতো
যে কোনো বয়ানে ধরা ছোঁয়ার বাইরে
কষ্টে কষ্টেঃ হাড় খুঁজতে থাকে দুর্দান্ত ক্রোধ
আমারই দ্বিতীয় রক্ত চুমু খায় দেহ ভরে যায়
শিশুর মতো!


জ্যোতির্ময় নদী ডুবালেও তার জল
ভিজে আক্রোশে রক্তলাল
পাহাড়ের গায়ে মাছের সন্ত্রাস
ভারহীন পাথরের অতলস্পর্শী অনুভব
রক্তিম আকাশ জুড়ে পৃথিবীর কিনারা
দিনমান চেয়ারটা শব্দহীন
বোল তোলে,বিষণ্ণ দেহসার


আহা, কী দুর্দান্ত! জ্বালিয়ে-পুড়িয়ে অটল
আদিম অদ্ভুত হাত!
- স্বপ্নময় স্বপন©