ভেতরে আসো হেঁটে হেঁটেই
ভয়ঙ্কর সুন্দর…  
মুক্তি নেই। কোন মুক্তি নেই!
কণ্ঠস্বর বৃষ্টি
চুম্বন বৃষ্টি
বিষণ্ণ ছাইরংআকাশ


ঠোঁট ভেজা ভেজা
গভীর চুম্বন
এবং শব্দের জন্ম
এবং অনুভব
এবং নিজের মৃত্যু
পরিপক্কতায় স্ফুলিঙ্গে নিঃশ্বাস স্পন্দিত
একটি বিস্তীর্ণ আলোকসম্পাত


আমরা আমাদের আত্মার সূক্ষ্মতম অনুপুঙ্খ মেপেছি
তারা নিজেদের অন্ধকারে হারিয়ে যায় অন্তহীন বিকেলে
প্রেমিক-প্রেমিকাদের ভেতরে মগ্ন থাকে একইভাবে দারুণ নগ্নতায়


শীত-শীত চুলকে আচ্ছন্ন করে হলুদ সন্ধ্যার মুখ
সন্ত্রস্ত ও সচেতন আঙ্গুলগুলো ছুঁয়ে
মৌ মৌজা গিয়ে তোলে নিঃশেষিত জীবন
নিজকে ভাঙে শব্দে, বর্ণে, বাক্যে, কথনে কশিত সৃষ্টিতে


মুহূর্তে মুহূর্তে ভালোবেসে
শরীরে শরীর একে অপরকে পেয়ে
অনাবৃত করে শীর্ষের আলো সব
প্রজন্মে প্রজন্মে
এখনো ভাষার লাগাম টানে মগজ দোয়াতে
শব্দযাপন!


বন্ধকি দোকানে সঞ্চিত রৌপ্যখন্ডের মতো!
- স্বপ্নময় স্বপন©