(আমার প্রিয় সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধার্ঘ্য!)
প্রান্তরে দিগন্ত নির্নিমেষ
যা এঁকেছে তোমার ষষ্ট আঙ্গুল
মানুষের যাপিত জীবন,বোধ সুক্ষতম
আর আনন্দ বেদন!
তোমাকে অভিবাদন! হে সব্যসাচী
বাংলাদেশের শিয়রে ঝুঁকে পড়া মেঘ
ভাবনার আঁকিবুকি, স্বপ্ন সঙ্গীত
তোমার সেই একটু দাঁড়ানোর
অবসরটুকু তুলনারহিত!


একজন সাহসী মানুষ
যে পথে তোমার পায়ের ধুলো
সে রকম পথ চক্ষের সম্মুখ
অনাগত দিনে অমৃতসুধা
পান করে যাবে লক্ষ নিযুত
সাহিত্য রসিক!


আকাশে লুব্ধক নক্ষত্রের মতো
তোমার প্রতিটি অক্ষর এখনো
হাহাকার জাগায়
জোড়া ভেঙ্গে গেলে কিভাবে মানুষ
একা হয়ে যায়!


প্রস্থান অনেক দেখেছি
আকাশের নিচে ফিরেছে দৃষ্টি
আমি কখনো নদীকে দেখিনি চলে যেতে
আমি কখনো বলতে শুনিনি হাওয়াকে
ফিরে আসবোনা!
চলে যাওয়া মানে প্রস্থান নয়
যেতে চাইলেই কি যাওয়া যায়
চলে গেলেও কি চলে যায়?
-স্বপ্নময় স্বপন©


(আজ তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী)