দম্ভদূষিত নাগপাশে
মানুষের পরিচয়
আজো কি পেরেছি দিতে?


আজো কি পেরেছি দিতে?
পদ্মার যৌবন যমুনার প্রেম
মা, মাটি ও মাতৃভূমির
পলিতে গলিত হেম


নিশিগন্ধার রাতে ঊর্মিদোদুল
সহস্র কবিতার সর্পিল পথ চষে
শৃঙ্খল মুক্তির অন্বেষণে
অশেষ নদী ও ঢেউ
নারীর গর্ভকোষে
শোণিত সিক্ত অসুরবৃন্দ
অশ্রুগাঁথায় অশ্রুত কাহিনি
জেনেও জানেনা কেউ!


আলো ও আঁধারের নীল জরায়ূতে
স্বপ্ন ও প্রেম নিজেরি রক্ত চাটে
শক্তির দাঁতে কালের অধরে!
আঘাতে আঘাতে চরণে চরণে
লক্ষ গলিত লাশে
অগ্নিমেঘের অমোঘ সত্যে!


দুই মেরু  দুই ডানা
বিসুভিয়াসের তৃষ্ণা:ধরণী কৃষ্ণা
কী ভীষণ:ক্ষিপ্ত আগুন
পম্পেইয়ের আছে জানা!


দিব্য দৃষ্টি:অগ্নি বৃষ্টি
রক্তে প্রবল অনাদি অস্থি
অগ্নিবীর্য জ্বালিয়ে
ক্রোধ জ্বলে:গণমানবের বুকে
বজ্রে শোভিত রৌদ্র নৃত্য
আর্তনাদ নরদানবের মুখে!
বিপ্লব হবে বিপ্লব!


শানিত থাবায় অকুতোভয়
জন্মগত মুক্তি সনদ!
জলীয় আমোদ জীবনের রং
গণমানবের তুলি:বিচিত্র কথাকলি
খেলা করে চারদিক!


আজো মধ্যবিত্তের বিস্ময়ে
স্বাদ পেতে চায় অনাগত আলো  
ধ্রুপদী সৃজনে অনিবার্য বৈপ্লবিক!


পরিচয়ের খোঁজে
ডুবে আছি
আকৈশোর রক্তমাংসে
আদিম প্রাণের যৌথকণ্ঠে আমি চলিষ্ণু আধুনিক!
-স্বপ্নময় স্বপন©