বয়সের বলিরেখা
চুলে ধরেছে পাক
আমার তাপিত ঘর
শরীর গড়িয়ে নামছে
অতীতকালের হিসাব-নিকাশ
প্রদোষের দরোজায় ঘুরপাক খাচ্ছে
একাকী তারার নিয়তি
নিথর দিশেহারায় অনাথ-অনাদি ভূমি
তুমি আমি, ঘরে-ঘরে ঘর
স্মৃতির হাটে ক্রমাগত অন্ধকার
অসীমান্তিক প্রেমের ভিন্ন সিথানে শুয়ে
ভুল খেলায় ভুলের হিসাব কষে
মেঘে মেঘে দৃশ্যমান নীরব ক্রন্দন
হৃদয়ের অতলান্ত নিঃসীমে
অবিনাশী সুরের গুঞ্জন
সময়ের আয়নায় জীবনের হাতছানি
তৃষ্ণার্ত সমুদ্র নিঃসঙ্গ হয়ে ওঠে ক্রমশ
নিষিদ্ধ পথে সাপের মৈথুনভঙ্গের মতো
একাকীত্বের নিজস্ব আগুনে পুড়বে ভস্ম!
-স্বপ্নময় স্বপন©