বোধের বিকল্প ঠোঁটে ঝুলছে
হংসধ্বনীময়ী স্বপ্নভুক হাভাতে কিশোরী
গলার অর্ধেক জুড়ে লতাবিদ্ধ যৌবন
রক্তমাখা টুকরো-টাকরা
অনাগত আগুন বিমূর্ত চিত্রের প্রতীতি!


বহুবিধ রূপকের মুখোশে
কোমলস্তনী নির্বাক নারীরা
পৃথিবী মায়ের ঝাপসা একক!


হৃদয়ের উষ্ণতা না,
বোধহীন কুহকের জটাজাল
জড়িয়ে থাকে ভালোবাসার চিবুকে  
পুষে রাখে সফেন ভাতের গন্ধ
জটিল ক্যান্সার-দুর্দৈবের দেশে!


বারোয়ারি এক্তিয়ার
একখানা গর্ভাশয়
জন্মগত অধিকার
নদীজল নয়, লোহুর প্লাবনে
মৃত্যু আভাসে চোখ ঢেকে রাখা শোক!


জলপতনের শব্দে
ধ্বসে পড়ে সঞ্চিত স্মৃতি
জনাকীর্ণ শহরের ভিড়ে!
রক্তের শিরার
বাড়ির দিকে হড়কে যেতে-যেতে
প্রদীপের দিকে হড়কে যাওয়া!


কর্পূরগন্ধী স্বপ্নের সুঁতো
পতাকা ও অন্তর্বাসে
ঝুলিয়ে রাখে শান্ত বাতিদান!


দ্বিখণ্ডিত দৃষ্টি এখন
অদ্ভূত সবুজ শূন্যস্থানে অপেক্ষমান!
-স্বপ্নময় স্বপন©