যখন পুরুষ ছিলো  অপ্রস্তুত ভ্রুণ!
দন্ডকারন্যের দায়ে মাতৃসংলগ্ন গন্ধে নির্ঘুম নিস্তব্ধ
অজানা মানুষের অন্য অনেক অজ্ঞাত ইতিহাস!
ভাঙ্গো চোখের করাত!
মুক্ত হাওয়ায় নফস উড়ায়
কালের চরণ ভাঙছে মাটির সাধন
জলের সুতোয় আত্মার বাঁধন
এগারো জলবিদ্যায়
জলের স্বাদে জলবিবাদ বাঁধ গড়ে দেয় ভেদনীতি!
মহৎ সঙ্গমের শীৎকার
জলের কাটা দাগ
মনে পড়ে?
কে যেন বারংবার বলে ওঠে...
তুমি এখনও নিরক্ষর!


চাবুক খাওয়া দীর্ঘশ্বাস
অস্থির প্রশ্ন ঝুলে থাকে
যতোদূর শব্দ যায় তার চেয়ে দূরে
বাতাসে ও রাস্তায়
আনাচ কানাচ দিনের রঙ ছড়িয়ে ধীরে ধীরে অন্যরকম হয়


ভিন্নভাবে,
উত্তোলিত চিন্তা
খণ্ডাংশ বোঝে পরস্পরকে  
ক্রমপ্রসারমান অপব্যাখ্যায়


শূন্য চৈতন্যোদয় বিবর্তিত স্থানাংকে
পুরাতন ভরসার মৃগনাভি
আয়নায় দেখেনি পথজ্বর!


খণ্ড খণ্ড ফটকাবাজির অন্ধকার পাপ ব্যবধান জোয়ারের চাঁদে!
নিহিত হও, মগ্ন হও, মিশে যাও মাটিতে!
-স্বপ্নময় স্বপন©