দরজা খুলে দেখি দরজা নেই!
ব্যর্থ মনোরথে উন্মাদ শহর
সভ্যতার আবর্জনায় সন্ত্রস্ত আত্মার
শায়া ও শাড়ির ভেতরে দাঁড়িয়ে
মোক্ষম যৌনাচার!
পায়ের তলায় স্বপ্নসম্ভবকে ডিঙিয়ে
ভাঙ্গা হাড়গোড়ের বাকল ওঠা
শতাব্দীর হাহাকার!


মাথা নত হয়ে আসে আমার
আদিম প্রবৃত্তির অনুজ্ঞা থেকে
উৎসারিত প্রজ্ঞায়!
যে প্রজ্ঞায় সম্মোহিত সমভাবে
অরণ্যচারী ও নাগরিক জীবন
এখানে আগুন;পুড়ে যায় মাতৃসদন
সহজ সরল আত্মা শান্ত ও সাকার
অসহায় উদাসীন!
অমোঘ আশ্রয়ে বিবসনা
পোশাকবিহীন!


খাঁ খাঁ শূন্য ও সারবদ্ধ, বিশৃঙ্খল
কদর্য অন্ধকার শরীর শহর
নগ্ন সসাগরার কলরোলে
নিষিদ্ধ ভেঙে পুনঃ আকাশ
জন্মান্তরের ঘুরপথে
অন্তহীন প্রজ্ঞার নিবিড় সঞ্চারে
বহুমুখী দরজাগুলি খুলে খুলে
দেখেছি কোন দরজা নেই!
-স্বপ্নময় স্বপন©