যাবে, কিন্তু
দরজা লাগিয়ে যেও
আমার অশ্রুবিন্দুর মাঝে!


আমার রক্তস্নাত হৃদয়
চতুর্মাত্রিক যন্ত্রণায় কুরে কুরে খাচ্ছে
তিক্ত নিরবতা
এক বুনো আবেগে তাড়িত
গভীর রাতের বিদায়!


তুমি আমাকে মোটেও ভালবাস না
কিন্তু আমি তোমাকে ভালবাসি
যেমন ভালবাসি টাকাকে
যখন ক্ষুধার্ত হই
যেমন ভালবাসি ঐ দরজাকে
যেন পরাজয় গ্রহন না করতে হয়
ঠিক ততটাই ভালবাসি তোমাকে!


নিজের উচ্চতাকে ছাড়িয়ে
সৌভাগ্য কামনা
আমরা কখনই মিলিত হব না
কবরে যাওয়ার আগে পর্যন্ত!


আমি আমার ভাগ্যের কথা বলছিলাম
তুমি তা জানতে দিও না
দয়া করে
আমার বিশ্বাস আর স্মৃতির চারপাশ ঘিরে
দরজা লাগিয়ে যেও!
-স্বপ্নময় স্বপন©