একটা দুপুর হৃদয়পোড়া
মনের দেয়াল জুড়ে
ঝাঁ ঝাঁ ঝিঁঝিঁ
আকাশ পোড়ে দ্রোহে
দহনে পোড়া মৃত্তিকা
হাঁটতে হাঁটতে হঠাৎ
বড় অচেনা অন্যমনে
নিঃসঙ্গ রোদেলা দুপুর
ভুলে ভুলে উন্মাতাল
দুপুর থেকে দুপুর
খুব দুঃখ দুপুর
আমার ঠোঁটে নামে
হাওয়ার মধ্যে হাওয়াকে
শেকল বাঁধি ভাগ্যদোষে
দুই আঙুলে ঘূর্ণিঘুঙুর
ভর দুপুরের ছবি
আমি খুব ধন্ধে
তালাবন্ধ দুপুরের আঁচলে
স্মৃতির শহরের গালে
নোনা অক্ষরের বিলাপ
বিষণ্ণ দুপুরের বিষণ্ণতায়
বোধহীন যাযাবর জীবন
সকল হননে আমার
নোনা জলে স্নান
আগুনে জ্বলে জ্বলে
বিষণ্ণ দুপুরের আঁধারে
আমিও হয়ে যাই
এক অনন্ত দুপুর।
-স্বপ্নময় স্বপন©