এই পরমায়ুতে
কিছু লাইনের মাঝে
দগ্ধ ভাগ্য-ললাট
আত্মা খোলাসা হয়েছে চামড়া ছিঁড়ে
সামুদ্রিক লবণ এবং মর্ত্যের ধূলিকণাতে
মানুষ এবং পাখি বংশের
কানার ভাগ্য নিয়ে


শুধু শুধু কষ্ট পেয়েছি,
কোন মানে হয়!


কিছু নুন দিলে খেতে
বাকি সব দুঃখ
যারা ফুলের মত তুলে নেয় আসমানের নক্ষত্র!


গূঢ় ভালোবাসা
ঢেকে দেয় সাধনা
ঋজু লিপ্সায়
কোট-টাই চেটেপুটে খায় নারীদেহ
উঃ!


কান্নার ভ্রূণ
পরিশোধিত সমাজের আশ্লেষ
অব্যক্ত আর্তনাদ
যৌগিক কানে ক্যানো লাগে না?


খেঁচড়া দীর্ঘস্থায়ী উৎকণ্ঠা
খুবলে নেওয়া সময়
আলো আর অন্ধকারের
ফাঁরাক
জ্ব’লে যায়!


সামনে শুধুই বিষাদ
তবু চাই প্রেমের মুক্তি
আরো কিছুদিন
পরিপাটি হয়ে বাঁচার অভীপ্সা!


ঘরোয়া পরিবেশে ঘুটঘুটে ঘৃণিত অন্ধকার
শান্তিচুক্তির মগ্ন শাস্ত্রপাঠ
বিকৃত মুখমণ্ডল, দু’হাত কাটা ফ্রেম
ইতিহাস বিস্বাদ!


আমাকে বলতে দাও!


এখন এই মুহূর্ত থেকে
আমাকে বলতে দাও
সোনালী ভাবনাগুলো যা হত্যা করেছে
আমাকে, বিছানার পাশে দাঁড়িয়ে!


কেমন করে ভুলে যাই
কী কোমল সে বালিকা!


যৌবন চলে গ্যাছে; রাত অর্ধেক কেটে গ্যাছে
চাঁদ আর কৃত্তিকা মিলিয়েছে চাপা পড়া উচ্ছ্বাসে!


আমি সেকেলে হয়ে যাচ্ছি পুরনো ধাতব বস্তুর মতো
শব্দেরা জানে
তাই বিভ্রান্ত করেনি,
আমারও কোন অভিযোগ নাই!


গভীর ভাবনাগুলো মধ্যরাতে
আমাকে জাগিয়ে তোলে
সুরেলা কণ্ঠে
কি করে ভুলে যাব তোমাকে!


তুমি ভুলে যেতে পারো কিন্তু
শুধুমাত্র শ্বাস-প্রশ্বাস
কিছুকাল পর আমাদের ভাবাবে!


দ্রুত নেমে আসা ভোরের
নিক্ষিপ্ত সোনার পাদুকা
জেনে গ্যাছে-


আমার বিছানায় আমি একা...
-স্বপ্নময় স্বপন©
🎊 🎈 সবাইকে শুভেচ্ছা ২০১৮'র!