একটা চিহ্ন!
আমার কম্পমান কম্বুরেখায়
নীল হতে হতে বিস্তৃত হতে থাকে
পোকায় কাটা সমুদ্রের
তিমির পিঠের মতো
রাতের দরোজাগুলোর হাতলে
ঘুমের ঘোমটার আড়ালে!


উন্মাদগ্রস্থ স্বপ্নের তীব্র প্রলেপ
যুগল আনন্দ নিয়ে খেলা করে
শরীর অন্ধকারে
বিস্মিত রাখালের মতো
অপকৃত বিচ্ছিন্নতায়,
তোমার নাভিমূলের শিহরণে
বছরের পর বছর
ওরা গড়ে বিশ্ব
ওদের এলোমেলো নির্মাণ
এভাবেই!


পরিত্যাগ অপচয়ে
হাতড়ে বেড়ায় বাতির সুইচ
বুকের ভেতর
নীরবতার কল্পলোকে!


এখন আমি
ক্লান্ত ও কৃশ
কণ্ঠলগ্ন অন্ধকার
ঘূর্ণাবর্তে,
শূন্যতায়
চিহ্নহীন গোলকে
আবর্তিত শুধুই আবর্তিত ...
-স্বপ্নময় স্বপন©