আয়নায় ঘোরানো মুখ
সব দরোজায়
একটি জন্মের উপর!


তুমি কোনো মাছ নও
তুমি জান না
মাছের জীবন!


তুমি তো আমি নও
তুমি কী করে জানো
আমি জানি না!


বিছানা... শক্ত
খাদ্য... বিস্বাদ
আমি... পরিত্যাগী!
মাত্র দুটো শব্দ


গন্ধতরুর ঠোঁটে আমার আয়ুধ খসে পড়ে
জলধির মহলে মহলে
অতলে ডুবে পিনে-গাঁথা দেয়ালে কাতরায়
বিসদৃশ মানুষের গলা
মাছবিজ্ঞ মুন্ড আমার কী সুখে ঘুমায়!
সজাগনগণ্য ক্রীড়নক, ধূর্ত, কূট, অভাজন
শিয়রে ঘিয়ের প্রদীপ রাতের ঘোড়সওয়ার!
খসঙা কাগজশ্যাম ছায়ার সংবাদ
জ্যোৎস্নার স্বপ্নশীলা অনূদিত অন্ধকার!
কুমারে মন্ত্রণাদান, অজানা জীবন!


দৃশ্য উন্মোচনে বিহ্বল প্রশ্ন  
স্বপ্নে দ্যাখে ধ্বজদ্রুমতাতলে
কেঁদে মরে একা একা!


একটি কণ্ঠস্বর
শতাব্দীর শ্রেষ্ঠ নিস্কলঙ্কতা!
-স্বপ্নময় স্বপন©