খুব কাছে, একান্তে এমন!
নীল চোখ বিষ্ময়ে
আমি মত্ত সুখকর জ্বরে
ভুল মেঘ বেয়ে আসা
একখন্ড কৃষ্ণাভ বিকেল
গোধূলীর কন্ঠস্বরে
বন্ধ্যা অনুভুতির অবৈধ মিছিল!
তোমার শিহরণে
দিশেহারা রাজপুত্র
বেড়ে ওঠা ভুল ঘাসফুল!
ঘুমহীন থাকি
তোমাকে ছুঁলে
মূক বুকে তীব্র ওঙ্কার...
এখনও আমার অনেক প্রিয়
শরীর ছুঁয়ে
ঘাসরঙ শাড়ী!
কী স্নিগ্ধ! কি অদ্ভুত ছায়াকর!
-স্বপ্নময় স্বপন©