আমি আর করবো না
নির্বাসনের শোক
ঝরেছে অনেক রক্ত
হৃদয়ে সয় না এতটা ভার
তোমাতেই প্রাণ
তবুও বিদায় ঠোঁটে
এই ছিল এই নেই
এই তো সারাৎসার!
মেঘ ঢেকে দেয় শুক্লপক্ষ!
ঠোঁট পেয়ালায় অনুরাগে
একটি নহর বন্ধনে পেতে
রাত শেষ তবু আসে নাতো বুলবুল
আমি এমনই ভাগ্যাহত!
কে যেন  কোথায় বলে যায় –হায়!
ভালোবাসাটাই ভুল!
মন থেকে আজ
মুছে ফ্যালো দাগ
মুছে ফ্যালো পাপ
মানুষের মনে নন্দিত বর্ণে ও সৌরভে,
তুমি ফুটলেই হতাশের মনে আশা ফেরে
মানুষ জানে স্বর্গে হুরী- মনে আশা ধরি,শোবে!
আমার স্বর্গ পানশালাতেই- কখন সূর্য ডোবে!”
-স্বপ্নময় স্বপন©