শৃঙ্খলিত পুষ্পিত সুন্দর এখনও ফেরারী
হুলিয়া কাঁধে কবিতারা স্বেচ্ছা নির্বাসনে
আঁধারের দণ্ডিত আসামী
গৃহত্যাগী জ্যোৎস্না
রুদ্ধ কারাগারে
বিষ বাষ্পে ফেনিল আকাশ
তোলে ধোঁয়ার প্রাচীর
মানবিক মননের প্রতিটি উৎসমুখে
স্তব্ধ বিবেক-অন্ধ বধির
দগ্ধ, রুক্ষ, মরুময় পান্ডুলিপি হাতে
কবির হৃদয়-শুষ্ক  জলাশয়
আমার ছায়া,ছায়াহীন রেখায়
রঙিন স্তব্ধতায় কুয়াশা জড়ায়
নিদারুণ দুঃসময়ে, সভ্যতার অশ্লীল বাতাস
পৃথিবীকে উপহাস করে
প্রশংসিত পচনের পরিপূর্ণতায়!
দৃশ্যমান প্রযুক্তির উত্তুঙ্গ শিখরে
আজ ভিন্ন অন্ধকার!
চোখের ভেতর চোখ নির্বিকার
একাকী নগ্ন বিষাদ
অবরুদ্ধ আলোয় নীল রক্ত
মৌসুমী পালকের অন্তরাল
হিমায়িত কষ্টের সোনালী অসুখে  
মায়াবী খুলির ভেতরে নির্লিপ্ত কাল!
-স্বপ্নময় স্বপন©