যথেষ্ট!
মনের ভেতর ভ্রান্তি
পৃথিবীর উজ্জ্বলতা নিয়ে ধাবমান
পূর্ণ আলোর দিকে
এটা ঘটেছে এবং ঘটবে
পৃথিবীর শেষ দিন পর্যন্ত!


একমাত্র সত্য
মানুষের মর্যাদা মৃত্যুতে
বেঁচে থাকো তুমি!
আমার বিশ্বাস আমার স্বপ্নে!


ঊষর বসন্তে
প্রতিবিম্বহীন হামাগুড়ি
যা অবিশ্বাস্য প্রেম নিয়ে আসে
স্কুল বালকের পেন্টিংয়ে
একটা কথাই শুধু বলতে চেয়েছি
অন্ধকার ও নীরবতা
যারা দেখেছি জীবনে,
শোকাহত আশার
মৃত্যু আর পুনরুত্থান,
সংগ্রাম আর পতাকার বেড়ে ওঠা
কেউ করেনি উচ্চারণ একটিও শব্দও!


মানুষ কুটেছে মাথা;
আর ইতিহাস ফিরে যায় নীরবে।
নীরবতা পালন করে শোক
বিস্ফোরণহীন শ্যামল অরণ্যে
নিজের আপসহীন দুর্দশায়
আগুনে দগ্ধ সূর্যদৃশ্য!


আমাদের সব প্রশ্বাসে
খুন হওয়া সঞ্চিত বিদ্বেষ
ফিরে আসে ধাতব দুর্ভাগ্য
দক্ষতার সাথে!


নীরবতার পাত্রে
ঢেকে রাখা হয়
ইতিহাস
অসহায় কাগজে!


যা সত্য তা হয়নি বলা
যা ঘটেছে এখানে
আমাদের শ্বাসরুদ্ধ করে বেদনায়
লোলঝরা কৃতিত্ব প্রচারে
নিয়ে গ্যাছে নগদ পুরস্কার
শেকড়ের সবুজ শুষে
চুপিচুপি পরগাছায়!


ইতিহাসে
শূন্য কোনো পাতা নেই
সত্যকে বুঝে নিতে!


দিনমজুরদের ভিড়ে
রক্তমাখা আলো!


আজকের এই ইতিহাস
আজো  মূর্খ
মোমের মাংসে দাঁড়িয়ে...


রাখে চোখ
কী হারিয়েছি দেখার জন্যে!
-স্বপ্নময় স্বপন©