উড্ডীন ঈগল, নীলাভ মাছি
আর বাতাসের শিসে নির্ভার


হেঁটে যাই
বর্ণনাতীত মাটির কাছে
যেখানে সৌরভ আমায় টানে!


বয়সী পায়ের পাতা
বিষাক্ত কণ্টক আর বেদনা
জীবনের আঠালো নির্যাস
মন্থর করে স্বাভাবিক ত্বরিত!


তবু যেতে হবে নিশ্চিত!


সার্বভৌম অন্ধকার ধাবমান অশ্বের গতিতে
বিশ্বব্রহ্মাণ্ড যায় মরে, বজ্রপাখির উন্মত্ত চুম্বনে
চন্দ্রাহতের সুর তুলে
চিন্তাজুড়ে, স্বপ্নের ভেতরে!


উত্তাল আকাশে প্রচুর আন্দোলন
গাছের সবুজে অশনি সংকেত
বজ্রপাতের চিত্তবিক্ষোভ
নিষ্প্রাণ সমুদ্রের বিষ্ফোরণ!


অন্তরালে জমে থাকা দীর্ঘশ্বাস
সীমাহীন ও নিঃসঙ্গ; কুজঝটিকা পরিব্যাপ্ত
শোভন জলাভূমির আশ্বাস!


তবুও নিশ্চিত
নেমে যাচ্ছি কুয়াশার আবরনের মতো
উদ্ভাসিত সুগন্ধী মৃত্তিকায়
রক্তিম বাতাসের নিঃশ্বাসে


আমি বাহিত হই আমার ছায়ায়
এই যা-
-স্বপ্নময় স্বপন©