এখন কঠিন সময়
স্থান ভেদে
সস্থির সময় কাটিয়ে
সুসময়ের প্রতীক্ষায়
অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি
শীর্ন হাড়ে ভর করে
ইচ্ছাধীন পদচারনা বিধ্বস্ত নগরী
অস্থির সময়!


বোধ বন্দি কামখেয়ালী
সুরম্য অট্রালিকার আদিম যন্ত্রণা
বড় বিপর্যস্ত সামাজিক বিধিজাল
মায়াবী শৃঙ্গার হৃদয়হীন বসন্তলহরী!


শব্দকে বিন্যস্ত করে
অনুদার আনন্দে আচ্ছন্ন
অমল প্রবাহে
শব্দের পাঁচিল
সারারাত অম্লজান
বিধিবদ্ধ মেঘের উড়াল
ঝালে খুব ঝাল!


শুদ্ধতম মৃগনাভি
শুশ্রুষাবিহীন নিষিদ্ধ দহন
পুরনো অসুখ!


ভূমধ্যসাগরের বিপরীত স্রোতে
নিঃশব্দ উদোম শরীর
অন্ধকার নক্ষত্রের ধিক্কারসভায়
শিল্পময় শরীরী ভঙ্গিমায়
স্বপ্নের দলিল নিয়ে পড়ে যায়
ক্ষুধার কৌতুক!


নগর ধ্বংসের আগে
ঈর্ষাহীন উম্মাদ আগুনের
কণ্ঠিত করাত কলে
মৌমাছির জীবনযাপন!


পুনরাবৃত্তির ভুল নিয়ে শব্দহীন মৌনমূক!
-স্বপ্নময় স্বপন©