ডানাহীন ঝিনুক বা ডানাওলা ঝিনুক
জলারণ্যে ভুলে গেছে অতীতের আত্মহনন
জলতলে মহাকাশ-ক্রন্দনের অসীমে প্রকাশ...
অগণন প্লাবন আলোময় গহীন গরান
উদ্ভাসিত জলচাঁদ নীড়ের তালাশে জলহাঁস
জলবৃক্ষ দিন আর জলগুল্ম রাত্রি
এক বুক বালি নিয়ে আশ্রয়হীন মাটি
মাটি বিহনে শস্য অনাথ
সমাধিত মাটির সমূহ সাধ!
বৃক্ষে বৃক্ষে ডানাবদলের স্মৃতি
মাটি কিংবা আগুনের জলের গ্রহণ
ঝিনুকে সমুদ্র নয়, সমুদ্রে ঝিনুকের স্থিতি!
হেমন্তে শূন্য মাঠ বর্ষার কথোপকথনে নদীশুন্য ঘাট  
ইশ্বরের অস্তিত্বের জন্যে নাস্তিকতার প্রথম পাঠ
সময়ের অজান্তে নিজেকে হারাই প্রেমময় মহামায়ায়
সর্পঘেরা পদ্মময় সুখ সুখ দু:খের ছায়ায়!
স্নিগ্ধ শিশির, উজ্জ্বল রোদ, ভাঙ্গনের ধুম
আশা জাগানিয়া চোখে গাঁথা চারিপাশ


এক বিকেল জুড়ে রাত নির্ঘুম
জলপাখিদের নিরালোকে বয়ে চলে জলচাঁদ
আকাশঝিনুকের ডানায় ডুবোজলে জলডুবো
চিরসত্য কোনো আত্মহননের গানে
যখন স্মৃতি হবে আমার বসতি
লোকালয়ে একা একা
ধরনীর আদিরীতি বদলে দিয়ে
একদিন, কষ্টদর্পে হবো হবো,
পরান খোলা ঝিনুকের মতো; নয়ত
নিশ্চিত ভোর হবো!
- স্বপ্নময় স্বপন©