ঘুমের ভেতর দেখিস
ঠিক ছুঁয়ে যাবো!
তোর নিষ্পাপ চোখ
খুব ব্যস্ত হৃদয়
নষ্ট সময়ে নষ্ট কথার নষ্ট আমি!


ছুঁয়ে যাবে এই হাত
ব্যর্থ চিত্ত নিয়ে শেষবার
ঐশ্বর্যমন্ডিত আকাশের মতো অন্তর
দেহ যেমন থাকে ছুঁয়ে নিস্তব্ধ কবর


স্বপ্নের ভেতরে তোর
প্রথম বৃষ্টির শব্দের মতো
শিশির কণা যেমন ঘাস ছুঁয়ে থাকে
ছুঁয়ে দেবো!


তোর স্বপ্নিল নিদ্রার ভেতর  
নীলাকাশ ছুঁয়ে এক ঝাঁক পাখির
কলি ছুঁয়ে যাবার মতোন
তোর উত্তল অবতল
ছুঁয়ে ছুঁয়ে যাবো!


ছুঁয়ে দেব তোর অস্পৃশ্য অঞ্চল
ছুঁয়ে দেব তোর যত নিষিদ্ধ অঞ্চল!


তোর ঘুমের ভেতর,তোর স্বপ্নের ভেতর
তোর কবিতায়,কাব্যগ্রন্থে ছুঁয়ে দেবো
আমার অক্ষর!


ঢেলে দেবো আমার নিজস্ব কালি
তোর একান্ত গোপন দোয়াতে
তোর স্বপ্নময় ঘুমের ভেতরে!


তোর যৌথ প্রয়াসে যূথবদ্ধ প্রার্থনারত প্রাণ
ফুল শয্যার শৃঙ্গার রসে তোর অবচেতনে
আঁচড়ে দেবে আমার নিজস্ব কলম
রঙিন শিষে তোর আনন্দ পৃষ্ঠায়
ঠিক লিখে দেব বিহঙ্গ পুরাণ!
  
তোর ঊর্বশী বুকে
আঙুলগুলি ছোটো হয়ে আসে
দু'চোখের স্বপ্ন ছুঁতে ছুঁতে  
উদয়াস্তে উল্টে পাল্টে
চাঁদ ঠাসা কুয়াশার মতো


তোর গাঢ় ঘুমে তোর অনিন্দ্য অধর
উন্মত্ত প্রদাহবিহীন
আমার নিজস্ব শব্দগুলো
একাত্ম হাওয়ায় ছুঁয়ে ছুঁয়ে যাবে!
-স্বপ্নময় স্বপন©