দূর্বাঘাসের দেশে
একদিন জন্মাবো আবার!
জলধোয়া মাটির উঠানে
ক্ষতচিহ্ন জুড়ে!
তীক্ষ্ণ বাস্তবতা ছুঁয়ে
নিঃশব্দ দাগ নিঃশব্দে পোড়ে
স্মৃতি থেকে স্বপ্ন, গহীন অরণ্য
কামুক তেমাথা পায়ে ঠেলে
কর্কশ দুপুরে রৌদ্র ঝড়
হাতের তালুতে একা নাচে
আঁধার জীবন  দ্বন্দ্ব সংসার
ব্যথাতুর আকাশে উড্ডীন
নগ্ন এবং হিংস্র
অনন্য প্রাণ
কাল-কে ধ্বংস করে অকারণে
প্রতিনিয়ত দিন রাত
অন্ধ চক্ষু-মস্তিস্কের রাখে না সংবাদ
আমার মৃত্যু হবে গলিত মোমের মতো
একটি মৃত্যু সুচনা করে শত জন্মের
একটি জন্ম নিবন্ধন করে সহস্র মৃত্যুর গান!
জন্মাবে অনেকেই
পিপাসার বিধ্বস্ত ঘরে
জন্মাবো আবার
যেভাবে জন্ম নেবে
ঘাসের হৃদয়ে ঘাসফুল...
- স্বপ্নময় স্বপন©