বেবুঝ ঝড়
এলোমেলো করে দ্যায়
হৃদয়ের সবুজ ধানক্ষেত!
দুঃখের চৌকাঠ ভেঙে
উঠে আসা
জল ছুঁড়ে ছুঁড়ে
গাঙের ঢেউয়ের মত
ত্রিবলী প্রাকারে
ক্রমশঃ উপরে
গতির নিয়ম ভেঙ্গে
অদৃষ্টে প্রবেশ
নারীর নগ্ন শরীর
গন্ধবহ ঘ্রাণময়ফুল
মধ্যরাতে সরল সাম্যের ধ্বনি
শূন্যতা কাঁধে আত্মমগ্ন হয়ে উঠে
নীলরঙা বক্ষবন্ধনী
বক্ষবন্ধনী কি শুধুই বক্ষের বন্ধন
নাকি সম্ভাবনার বীজ
সুডৌল বৃত্তের
যুগল ঠোঁটের কমনীয়তায়
পথ হারাই বৃষ্টির অভাবে
দীর্ঘ রাতে আদিম সাহসে
যৌনগন্ধী শহর খুঁটে খায়
দুঃখের নীল শাড়ি
পুরোনো মৃত্তিকায়!
-স্বপ্নময় স্বপন©