প্রত্যহ সঙ্গম শেষে
বিবাহিতারা শূন্যতাকে ফাঁসিতে ঝুলায়
জোছনার মঞ্চে!


অন্য যে কোন নারীরই
গায়ে গায়ে মিশে থাকে
নৌকাবিলাসে সন্ধ্যারাত
যমজ জলের মতন
পছন্দসই শয্যায়
সমাজ ছেড়ে নির্দ্বিধায়!


দেহ ঘাম আর স্মৃতিতে,
গ্রন্থিত স্বপ্ন, নক্ষত্র কিংবা সূর্যেরা
একাকার যৌবনবতীদের
রংধনুময় সঙ্গম তৃপ্তিতে!


সুখসঙ্গম পরিহারে
তীব্র যাতনা দিবা জাগরণে
কুসুম জলের প্রিয় সংসারে...


যে কোন কলমিসবুজ দেহের
নুনতে মাঠে মুখ ঘষে ঘষে
অতিক্রম করে যাই পর্বতশৃঙ্গ অবধি
ঝপাং শব্দে বাগানের উপহাস!


আমিই ছিলাম
শব্দ কেনার খরিদ্দার
অথচ দেখি...


জলের প্রথায় যে কোন নারীই
অবশেষে কামার্ত মাটির জলধি!
-স্বপ্নময় স্বপন©