স্থবির কষ্টি পাথরে
পৃথিবীর সব রং
কাফন সফেদ!
স্বপ্ন আজ পুরনো অসুখের মতো,
শরীরেরই অংশ আলাদা কিছু নয়,
বহমান দুঃখের ভাস্কর্য
ফুটপাথে!


বেওয়ারিশ বিছানায়
নারীর সম্ভ্রম খুচরা বিক্রয়
স্খলিত জীবনে
বিভ্রান্তির হাজার প্রকার ভেদ!


সবুজ হৃদয় কিশোরীর অব্যক্ত প্রেম
গভীর একাকীত্বে যন্ত্রণা অবোধ
চেতনার অতলে শূন্যতার বোধ!


সুখের চর্চায় রাতের ভালোবাসা
রাধাপদ্ম সৌরভে নিষিদ্ধ অভিসার
রমণীর রহস্য চোখে
ঘরে ফেরে ব্যর্থ খদ্দের
শিকারি শান্তির খোঁজে
আলগোছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে
ভাগ্যের ফের!


আলোর প্রাসাদ  সৌন্দর্য বাড়াক
প্রান রসে মদির কাঁচের দেয়াল
গুঞ্জরিত মধুপের ডানা
আমৃত্যু তৃষ্ণা!


উষ্ণ ঠোঁটে খুইয়ে জাত
নক্ষত্র বন্দনায়
আবছা আলোর নিচে লিখে দেয়-
“ভাত হবে না আজ”!


নিভৃত
সৌন্দর্যের প্রতিটি ক্ষণে
জোয়ার ভাটা বেলা অবেলায়-

ক্ষুধার শরীর নিয়ে
“কুকুরের কোলে মানুষ ঘুমায়!”
-স্বপ্নময় স্বপন©