কথা কহ!
এসো শেষ অক্ষরে!
অলিখিত জোছনার ভোরের মোহনায়
কথা কহ!
কুয়াশার জলকেলি জলের অহং
কথা কহ , কহ কথা রেখা টেনে দিয়ে
এপার ওপার...
একবার!


শৃঙ্খল ছেঁড়ার আহবানে
ভয়হীন স্বপ্নভূবন
নিঃসঙ্ক চিত্তে
কথা কহ!
নগরের পথে পথে
কত ফুল কত জুঁই কত নদী কত সুর
আকুলতা  ব্যকুলতা অন্তর মোর
বেদনা-বিঁধুর!
তোমার চোখে প্রেমের প্রদীপ
অজস্র গল্পের অফুরন্ত রসদ
বুকে কান পেতে শুনি
দুর্বার গতি অনবদ্য আবেগের নদী
অতৃপ্ত আত্মায় ...কথা কহ!


কথায় কথায় এতো ব্যকরণ ফেলে
মেঘের উত্থানে বৃষ্টিতে জলবায়ু মাটি
ডালপালা ভিতর-বাহির তোমার শরীর
খুব কাছে আসো, কথা কহ! কথা কহ!


আজ আকাশে করতলে তাঁরা ধ'রে
সুতনু সুনীল রাতের গাঢ় অন্ধকারে
অধর ছুঁয়ে মাংসের ঘরে আগুন পুষে
কথা কহ! কথা কহ! কথা কহ! কথা কহ!!
নির্বাক হৃদে পথ থেকে পথে উড়ে উড়ে
জড়িয়ে ধুলোবালি নিশাচর নীলাদ্রি
স্থাপত্যকর্ম, বেশি পাওয়া লাম্পট্য
প্রেমের মতো দু-একবার কিংবা বার বার
শুধু শুধু শুধুই কথা কহ! কহ কথা!


মেঘ বারি তার চেয়ে বেশি
কথা কহ!
স্বযৌবন ভ্রমরে লুটানো পুষ্প
তার চেয়ে বেশি
কথা কহ!
স্বপ্নমানুষ. কথোপকথন
তার চেয়ে বেশি
কথা কহ!
ফুলের গন্ধে মৌমাছির গুনগুন
তার চেয়ে বেশি
কথা কহ!
শিশিরের বাক্যালাপ স্বর্ণচাঁপায়
তার চেয়ে বেশি
কথা কহ!


কাঁচ কুয়াশায় রাত পদ্য
ভ্রূণ ভাঙা জল সদ্য
মেঘমালা ছুঁয়ে সূর্যাস্তের গুচ্ছে গুচ্ছে
ভীরুতার হিমে মিলনান্ত নীলে
আক্ষরিক দুঃখ দুঃখ সঙ্গমে
সবুজ ধূসর হতে হতে
কাঁচভাঙা চুড়ির শব্দের মতো
কথা কহ!


আমি শুনি,শুধু শুনি শুনতেই থাকি!


এমন পূর্ণিমায় খুলে দাও সকল দুঃখের দ্বার!


আজ শুধু
নিজস্ব নদীর মতো
কথা কহ!
কথা কহ!!
কথা কহ!!!
-স্বপ্নময় স্বপন©