নিস্তব্ধ মগ্নতার তল ছুঁয়ে
সূর্যালোকে দীর্ঘ বনযাত্রা সারা রাত  
দূর বিস্তৃত প্রান্তরে
মেঘের নিটোল নিতম্বে সবুজের অচেনা চুম্বন
গভীর নিস্তব্ধতায় রক্ত নমিত পাথর ভাঙতে ভাঙতে
বাসনাক্লিষ্ট শব্দগুলোর শরীর থেকে বেরিয়ে আসে
পৃথিবীর আরাধনা এক নারী
আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা
নিজের বিকাশে বিমোহিত
আলো-আধাঁরে, লোকারণ্যে-নির্জনে
জলদুঃখ চুয়ে চুয়ে ভিজায় শরীর


অন্য পাশে
অলৌকিক বিভাবত্বে আনন্দ বিতরণ
বেনামে চালান হয়ে যায়
অলৌকিক দ্রৌপদী ক্ষুধার ছিন্নপত্রে
বাসন ব্যতীত চিত্তদ্রব হয় না
অশ্রু তাই আঙ্গুলের ফাঁকে গলে না
আজ দ্রৌপদীআঁচলে বিষ
দশে দশে অর্হনিশ
অমৃত রক্ষায়
সত্য সন্ধানী পৌরুষ
বীজমন্ত্রে এক জনমের সন্ন্যাস
প্রসূতি ময়ূরীর অষ্টপেখমে
লৌকিক স্বপ্নের বিস্ময়
প্রসন্ন নগরীর সুরম্য দালানে সর্বভুক ক্ষুধা  
অচিকীর্ষু লৌকিক হৃদয়ের ভূ-খন্ডে  
কাব্যরেণু ছুঁয়ে যায়  
রুদ্রবালিকার সশরীরী বিশ্বাস
প্রিয়ার অন্ধকার বৈভবে
নান্দনিক স্রষ্টার পূজারী ধন্য
তব লৌকিক নগ্নতায়
আয়ুহীন যৌবনের মানচিত্র পুড়িয়ে
কৌতুহলী কিশোরীর ধ্রুপদী রান্না
শহুরে লৌকিক বারান্দায়
দেহরাজ্যে সংকেতময়
অবিশ্বাস্য অন্তআগুন
অনিশ্চয়তায় বসতি
পারিজাতহীন কঠিন পাথরে
সাবেকী বিশ্বাস,
স্বরবর্ণের শরীরে ব্যাঞ্জনবর্ণের অলৌকিক পুষ্পবাহার
উল্লসিত অবেলার লৌকিক মগজের জমিতে
অলৌকিক আয়নায় বুনতে বুনতে
মগ্ন অবোধ হেঁটে যায় অনন্ত বিস্ময়ে


অনিদ্রার জলজ চোখে মৌসুমি আকাশ
রূপালী নক্ষত্রের আশায়
খুঁজে ফেরে অভিলাষী মন
চন্দ্রে- জ্যোৎস্নায়
ঘাসেরও অধিক এক সবুজ বন্দর
কোন সে পাড় – ফেলিবে নোঙ্গর?
- স্বপ্নময় স্বপন©