তোমাকে যখনই দেখি
দেখি সবজির আড়ত, ফলের বাগান
চায়ের আড্ডায় পত্রিকার পাতায়
পাখির ডানার অভাব বোধ হয়!


প্রেমের বিছানা ভেজে তরল আগুনে
মরদের চাষ করা বিফল চাষে
কামরাঙা ফুল ঝলসায় চিক্কণ বালি
কামরাঙা ঝরা ভোরে
মোম জ্বলা হৃদয়ের ফালি


স্বপ্নধুলো খিড়কিতে
রাতের মৌনতায় অবিনাশী ঢল
যৌবনবধি শরীরে জানালা ফাঁদ
উলঙ্গ বাতাস হেঁটেছিল মেঘেদের
গাঢ় সবুজিমায়


নিশির তন্দ্রায়
সব আলো নিভিয়ে
দখিণের জানলায় জ্বেলে দিও
তোমার বুকের দুটি মানবিক চাঁদ!!
নির্ভুল বারান্দায়…………
-স্বপ্নময় স্বপন©