নিখাঁত  ভালবাসাকে পুঁজি করে
ডুবে যাই ডুবে যাই
তোমার নীলাম্বুরী শাড়ীর সঘন নীলে
নেশাগ্রস্থ কুকুরের মতো
রাত পোহালেই হতাশা!


মেঘাদৃতা
মাঝ রাতে চোখের কোনায় কুয়াশা
স্বপ্ন ঠোঁটে ভবঘুরে সস্তা বিছানা
মৃত্তিকার গন্ধ সাথে করে
বিস্ময় নিয়ে ইতঃস্তত ঘুরে বেড়ায়
অধরের জেব্রা-ক্রসিং এ
যৌথ মুগ্ধতা...


মেঘাদৃতা
কোনো কোনো দিন
সবুজ ঘাসের ডগায়
নেমে যায় বৃষ্টিজল
জলবিন্দুর জনারণ্যে
টুপটাপ ঝরে যায়
অনুদিত আবেগের তৃষা!


মেঘাদৃতা
কে বোঝে কতটা বিষন্ন
একাকী নিসঙ্গে
বিদগ্ধ চন্দ্রায়ণ
সাতকাহনে দুঃখ পূণ্যতোয়া!
-স্বপ্নময় স্বপন©