আজকাল
মাগনা দিলেও লোকজন
কবিতা পড়ে না
কেন পড়বে বলুন তো?
কি আবশ্যকতা? কি আছে কবিতায়?
কবিতা এখন মৃত শিল্প!
একঘেয়ে আমি তুমি,তুমি আমি
প্রেম,তুমি’র জন্য কষ্ট আর
চল, ভালোবাসি ভালোবাসো ছাড়া
অক্ষরগুলোও আজকাল তাই লজ্জা পায়!
অর্ন্তগত দৃষ্টির সামনে
আকাশ, পরিত্যক্ত  
রাত্রি,পরিত্যক্ত
পৃথিবী,পরিত্যক্ত
সমুদ্র,পরিত্যক্ত
চাঁদ তলিয়ে গ্যাছে
সমুদ্র অতলে
স্যাঁতসেতে আত্মা নিয়ে
বাঁচা কঠিন
বিরল সুন্দরী নিয়ে
সকালের নাশতার প্লেটে
প্রশ্নোত্তর চলে
অহেতুক স্তন মার্কা কাব্যের
যৌন সুড়সুড়ি পুরোটা মুখে,দীর্ঘ আলোচনা,
সুইট হার্ট,কাল কেমন হল কবিতা?
ঝাঁঝহীন শব্দগুলোর অবয়বে
স্থান নেয় অন্ধকারের ভারী দীর্ঘশ্বাস
অবাক বিস্ময়ে যতিচিহ্নের সৎকার!
কাব্যদেবতার দৃষ্টি এখন
জাঁকালো রেশমি রাত্রিবাসে
রূপোর মতো স্বচ্ছ সত্যের কথক
ডুবে থাকে বালিকাবেশে
আমার ভেতর
আমি কবিতা লিখতে পারি না
কাব্য কৌশল জানি না
আমার শব্দগুলো এ প্রজন্মের কাছে
এক বৃদ্ধা রমণী! অস্থির কম্পমান!
আমি বিপরীত দেয়ালে
আমার হৃদয়ের অংশ সুরা পাত্রে ধ্যানরত
যেখানে রঙিনজলে কান্না থিতু হয়
নিদারুণ পুষ্পিত হৃদয়ে
দাসত্বের স্বেচ্ছা-অঙ্গীকার
স্বতঃপ্রণোদিত মৃতদেহ বয়ে বেড়ায়
স্বচ্ছ কিছু বর্ণমালা, কড়া নাড়ে আকস্মিক
হাতে তার রক্তাক্ত নৈবেদ্য,
সম্ভবত আমার আত্মার!
- স্বপ্নময় স্বপন©