স্বপ্নাকুল নারীকুল
চরম উত্তেজনা
খেই হারিয়ে
সমাজের কানুনি কিতাব
একটা ছেঁড়া পাতা
আমার প্রাচীন কাঁধ
গ্রন্থাগারের নীরবতা
শিহরণে শিহরিত
নারীতে নারীতে সখ্য
নিশুতি রাতে
মরুর জোছনায়
নির্বিঘ্নে ঘুমায়
কালাহারির চাঁদ
পুরুষতান্ত্রিক রোদ্দুর
রোদনসূত্রভুলে রং বদলায়
উদ্বেলিত অন্দরচিত্তে
নিমগ্নতার ঐকতান
মেঘের পালক ওড়ে
শ্রাবণের দক্ষিণ পাঁজরে
মধ্যরাতে দেহ বদল
কালির স্বাক্ষরে
কপালের টিপ ছুঁয়ে
সংসার-প্রবাহের বিবর্তন
হেঁটে গেলে গিরি খাদ
ছুঁলে অনিঃশেষ মৃত্যুসংগীত
ধূসর অরণ্য চায় শ্যামল সন্ন্যাস
রংতুলির জলসায়
অনঘ পরান অগ্নিগর্ভে
পুনর্জন্ম শেষে সিক্ত বেহালা
রংসিক্ত রমণী অঙ্গে পুলক
চৈতন্যের ভেতর
বিস্ময়বোধক মেঘপুঞ্জ
শুভ্র বিছানায়
বিভাজিত যুবতীনদী
উচ্ছল সমীরণে মন্ত্রমুগ্ধ!
-স্বপ্নময় স্বপন©