আমায় কে বলে দেবে
কখন জন্ম হবে
আরেকটি কবিতার
আঙ্গুল ফোঁটাবে ফুল
প্রসববেদনাহীন মস্তকপ্রাচীন
মুহুর্মুহু যন্ত্রনা নীল ধোঁয়া
বিরহ-বিধূর দুঃখময়
সাদা দেয়ালে আমি
অলস চেয়ে থাকি
জ্যামিতিক ভাষায়
কবিতার আর্তচিৎকার
সভ্যতার ধ্বংসস্তুপে
বর্নপিপাসু জুয়ারীর
দুর্বোধ্য শব্দচয়নে
পংক্তির পাশাখেলায়
পাপাচারী হেঁটে যায়
চারপাশে অবলীলায়
কলম নির্বাক
ধুলোজমা খাতা পাড়ি জমায়
আরেকটি নির্বাক কবিতার
জন্ম প্রতীক্ষায়...
- স্বপ্নময় স্বপন©