আর কেউ নেই
কিছু নেই!


    পাঁজরে পাঁজরে জড়ানো মৃত্যু,
    মুখবিহীন জিভবিহীন কন্ঠস্বরবিহীন চিৎকার!


অজস্র মৃতদেহ
ক্লেদাক্ত পা
কখনও কখনও, একা...


           মৃত্যুর মুখ পল্লবে ঢাকে,
           মৃত্যুর জিভ শবদেহ খোঁজে,
           মৃত্যুর ছুঁচ খোঁজে সুতো!


    পল্লবের ছদ্মবেশে মৃত্যু পৃথিবীর মধ্য দিয়ে চলে যায়
    শিশিরের শৈশবে আত্মার জাগরণ, তার আলীন উড়াল!


ভোরের একলা তৃণের মত
ধ্বংস কূপের গভীরে গভীরে
ধ্বংস আর উড্ডয়নে মিশে


               তৃষ্ণা ক্ষুধায়
               ধ্বংসে ব্যথায় বিস্ময়ে।
               আত্মার নিগড়ে, আলিঙ্গনে!


একত্রিত মৃত ঠোঁট
বিশ্বজুড়ে!


     গভীর থেকে উঠে এসে এই দীর্ঘ রাত্রি শতাব্দী ধরে ঘূর্নায়মান হোক!      


হৃদয়ের পাড়ে
যেখানে শিকড়
ঐ দিনে,
ঐ মুহূর্তে..


     অবাক বিস্মরণে চৌচির হয়ে গ্যাছে মমতার কাঁচ
     আহত পাখায় নিমগ্ন কষ্ট জড়িয়ে বিষণ্নতা নির্বাক!


মৃত পুষ্পের বরষায়
আর কিছু নয়!
- স্বপ্নময় স্বপন©