হতেই হবে,
আবার হবে, হবেই ফের!
বাগানে ফুটবে রজনীগন্ধা
হয়ে উঠবে জগৎ বুড়ি
ফের যুবতী
পেয়ালা হবে ভরপুর  
আমার আপনভূমি, স্বজন আমার
শত্রুদেশ তো নয়!
আমি এখনো পথেই-পথ বড়ো দীর্ঘ
তুমি খুঁজবে সেই দরজা
আবার ফিরে হবেই ভোর!


রাখতে হবে, রাখতে হবেই,
রাখবি তুই ঠোঁটটি ফের
ওরে অন্ধ তুই আমাকে কি দেখাবি
সৌন্দর্যের সত্ত্বা
রক্তাভ বিম্বাধরে
কানায় কানায় উপচে পড়ে বুদ্বুদ
একটি পেয়ালার জন্য
অন্ধকারের পাড় ঠেলে-
চুম্বনের ঠোঁট মেলে
পরকীয়া পাপপুংশক
প্লেটোনিক প্রেমের উন্মেষ
ভর দুপুরের তুমুল যৌবনে
আমি তো সৎকারহীন
রোদ নিদারুণ অভিমানী
নি:সঙ্গ ঘুঘুর কান্না
চাঁদ কণ্ঠী জলপিপি
জীবন কাব্যের পান্ডুলিপি
ত্বকে ছড়ায় ছিবড়ের শুষ্কতা
শূন্য এবং পোড়ো
রসে প্রফুল্ল  নিদ্রাতুর বিবশতা
কিশলয়চ্যুত সদ্য ছিন্ন  
স্বহস্তে ছুঁলে যৌবন কামনায়
পুষ্প সঞ্চয় অবাঞ্ছনীয় নয়
সবুজরাতে দৃশ্যে ধারণ
অঙ্গুলি-নির্দিষ্ট চুম্বন!


দিতে হবে, দিতেই হবে,
বিদায় করে দাও
বিনা বাক্য ব্যয়ে
আরোগ্য বিধানে
শৃঙ্গারোহীর ভূলুণ্ঠিত চৈতন্যে
নশ্বরতার বোধিলাভ
শাশ্বতীর গালে
নশ্বরতার চুম্বন
পরকীয়া দিবসের ব্যস্ততা
নারীশিল্প দেখে সুস্নিগ্ধ আগুনে
দেহের ভাঁজের উদ্বাহু নৃত্য
কঙ্কালসার মনের বাহুডোর
উনুনে ক্ষুধার জঠর!
সংসার জুড়ে অবৈধ সম্ভার
দেব কি দেব না
ছাই পোড়া অঙ্গার!
অভিশপ্ত শয়তান ও শয়তানের গভীর ঐক্যে
রক্তগঙ্গা বহায় পান্থশালায়
মানুষ কত লজ্জার বস্তু!
প্রেম আর ঘৃণা, হতাশা আর আশায়!
বঞ্চিতের বিপ্লব হোক
ছুড়ে দিতে দ্বিধাহীন
বিষমাখা শব্দ-তীর!
পীড়িত স্বপ্নের ভিড়
কাব্যসঙ্গমের হাহাকার
বোঝো আর না বোঝো-এমন অন্ধকার!


যেতেই হবে,যাবার তাড়া কিসের?
কিসের, জানো কি হে!
হৃদয়ে ডঙ্কা,
রোদময় ঘাসের শিরে রাত্রির জল
মানুষের মানুষ হওয়া অতি অল্প,
না হওয়া অনন্ত!
চাইনি দূরে থাকি... তবুও দূরগুলো
বারে বারে ফিরে ফিরে আসে...
আমার জগৎ জুড়ে শুধু আমিই
অস্থির অরণ্যের উষ্ণ ডানায়
আমি নষ্ট করেছি সময়,
এখন সময় নষ্ট করছে আমায়!
আজ অন্ধ হয়ে যাক
হোমারের অসমাপ্ত পর্ণো-কাব্য
পাথরের পরকীয়া পাপ
নোঙরের আগেই বন্দী বাতাস
আবদ্ধ হৃদয় জৈবিক সুখে
অভিযাত্রী হতে পোড়ে উল্লাস!
ডিঙিয়ে যাই, যাতে সব আছে,
সব যায় ছাড়িয়ে!
সূচনাতে ফিরে যাই
নিরর্থক- বাক বিস্তার
শব্দহীন শব্দ হয়ে
স্বপ্নেরা ঠোঁটে
কালবন্ধনহীন
সুন্দরীর শোকে!
আবার যাবো, যাবোই ফের!
- স্বপ্নময় স্বপন©