পাতায় পাতায় দ্যাখো
শব্দে শব্দে গড়ে
তন্দ্রার পোশাক!
কাব্যডানায় সভ্যচারীর ডাক
নিজস্ব জ্বলন্ত মোম
ভস্মমাখা স্নানচিহ্ন,
সন্দিগ্ধ হোমাগ্নির ওম!

দূরবর্তী নির্জন রাস্তার মোড়ে
নিকষ আধাঁরে হারানো পথে
বাম হাতে টুটি তুলে বজ্র নিনাদ
টাকা দে নইলে গর্দান যাবে!
দিলেও যাবে, না দিলে তো বটেই
বিপথগামী উলটো পালটা অবস্থা
ব্যাপক বাতির নীচে বিলুপ্ত পাতা!


সবারই স্মৃতি জমানোর বাক্স থাকে,
আমার নেই;
মৃত কবিও বালিকার প্রেম পায়
বিষ বাতাসের ঘামের উৎকট গন্ধ
আমার জানালায়!

নেত্রের নোনতায়
দ্বৈত প্রকৃতির স্মৃতিচারণ
তোমার অনাগত অংশ
চিরকুটে মায়া-আমন্ত্রণ!

চৌচালার বায়নায় লোমকূপের কাঁটা
উজানি গাঙে নিঃসঙ্গ নোঙর
পুড়ে-ছাই রাতের সব কোটা!


তবু যাই
খুঁটে তুলি শেষ নীল রং
আমি চাই
দেবো পুনর্বার তোমাকে বরং!
-স্বপ্নময় স্বপন©