আমি আমার নিঃশ্বাস দিলেও
ওজন আমাকেই বইতে হবে
আমি এখন শুয়ে আছি ফ্যানের নীচে
একখানা লম্বা বিছানায়
শীতলতায় আনন্দ লাভ
এক অসাধারন উপায়!
মানুষ আর পরিবেশ ভেদে


সত্যের অন্যরূপ মৃত্যু
জীবনের মাধ্যমে
প্রভুর কাছে শেষ প্রার্থনা
ক্ষমা চেয়ে নেয়া!


যদিচ এই মূহুর্তে আমার
মরবার বিন্দুমাত্র কোন ইচ্ছাই নেই
কি করা উচিত?  
দ্বিবিভাজিত মনের কি দরকার?
উদভ্রান্ত চোখ মাথা জ্যাম
একটি গনমরন কর্মসূচী
সংখ্যলঘুদের কথা আমাদের চিন্তায় থাকে না।


তথাপি
জন্মই মৃত্যুর সহোদর
নিরন্তর মৃত্যুর রান্নায়
জ্বালিয়ে বাঁচার উনুন
কি লাভ
পোড়ালে জীবন
মৃত্যু তো মজাদার!


শুন্যতায় শালিকের ঝাঁক শঙ্খনীল জীবনের বাঁক
উড়ায় স্বপ্ন নিরন্তর প্রদীপের পথে ঠিকানাহীন
মৌনমুখর সন্ধ্যা রাগিনি!


স্তব্ধ আমি!
এমন অন্ধকারের আলো
জীবনে কখনো দেখিনি!
-স্বপ্নময় স্বপন©