স্বল্পায়ু বিশ্রামে, দীর্ঘায়ু পরিশ্রান্ত
মাছ একবারই উড়ে, দীর্ঘ তৃষ্ণা আবিষ্কারে
হে সমুদ্রমতস্য
বৃক্ষ আর পুষ্পকুঞ্জ অসুস্থ!
আর কত কষ্ট কষ্ট ভালোবাসা
আর কত পল্লবিত মরণের ক্লিষ্ট সমাচার
অস্বচ্ছ মৃত্যুময় হিমে
অভিশাপ পৃথ্বীর!


শ্বাসরোধী মিলনের বহির্গত শিশু
দ্বার খুলে মুষ্টিতে ধ’রে
না-দেখা গহ্বর সন্ধানপর্বে
যথাকালে নিজের ঠিকানা ভুল!
কেবলি কবোষ্ণ চিন্তা মালিকায় গাঁথা
জ্বরাক্রান্ত তাপ অমল প্রত্যুষ
অবিরাম করাঘাতে কুণ্ঠিত শিশু
ভবঘুরে শূন্যতায় আশ্চর্য অনেক কিছুতে
দ্বিধার পৃথিবী কী অদ্ভুত!


দূর দূর নয়; নিকট নিকটে নয়
তবুও আমি তোর  নিরাময়!
ও মাঝি,
তুমি কি দেখেছ,তারে?
আমার প্রথম দেখা... ভাসিয়েছি বৃষ্টির জলে!
- স্বপ্নময় স্বপন©