সে এক অন্য প্রহর ছিল
রক্ত চুম্বনের
জ্বলে ওঠা বাতিঘর
উচ্ছন্ন প্রেম
ছায়া দেয়াল
বৃষ্টিপ্রহরের গান!


হায় শরীর,
হারানো কিশোরী
দংশিত মুখ
আগ্রাসী দাঁত, জড়ানো শরীর
আশা পীড়নের শংখ জড়াজড়ি
আমার নিয়তি!
         পাখিরা ঠুকরে খায়
         পৃথিবীর ভেজা-ভেজা নাড়িভুঁড়ি
         নিঃশেষ তুমি আমি  
         অন্ধ ডুবুরী, ব্যর্থ শিকারী
পথহারা নাবিক ডুবেছে তোমাতে!  
ধীরলয়ে
কথা ফোটা ঠোঁটে
শীত নক্ষত্র জেগে
কী জানি কী গাইছে
সীমাহীন আকাশের তলে
          চত্তরে লাইন ধরে অর্ন্তবাস, তোয়ালে শার্ট
          ময়লা কান্না ঝরছে, সমুদ্র কাজ করেনিঃ শব্দে, আমার সত্ত্বায়!
একটাই অক্ষর
নিঃস্তব্ধ খানিকটা বিরতি
          অতৃপ্ত ঢেউয়ের শব্দে সত্যের মুখোমুখি মানুষের মাথা
          ক্রমাগত নিচু হচ্ছে ভবিতব্যের কাছে!
                                  -স্বপ্নময় স্বপন©