আমার সঙ্গে কোনো মেয়ে নাই, মুখরতা নাই
আমি একা একা, বহুদিন প্রশ্ন করে দেখেছি নিজেকে
একটা নামের মধ্যে নিজেরই বিস্তার
জীবনের রুগ্ন রূপান্তর!
                
                রাজা যায় রাজা আসে; শুধু এঘরে ওঘরে যায়
                সভ্যতার সুন্দর প্রহরী; অনিচ্ছুক দাস!


   বার বার ফিরে আসা নিজস্ব বোধ আর পৃথক সত্তা
   আত্মার নাগপাশে জড়িয়ে নিলে
   আবর্তিত অমানবিক আকাঙ্ক্ষা হয়ে ওঠে
   অস্থি আর পাঁজরের অনির্বার ক্ষরণ!


                  অনিবার্য স্বসৌকর্যের পৃথক পালঙ্ক
                  এখন শুধু আবর্তিত যুদ্ধ সবার
                  জন্ম মৃত্যু জীবন যাপন!


চক্ষুচরিত গোল পৃথিবী!
শূন্যবিন্দু, স্বশূন্যতায়
মাটির পসরা নিয়ে দাঁড়ায় দক্ষিণে
অন্য অবলোকন!


          ওরা চলে যাক; যেখানে যাবার দিক বিদিক  
          যে তুমি হরণ করো
          শাড়ির নির্বোধ ভাঁজ, উরুর সমৃদ্ধ মেদ,
          চোখের পলাশ-কায়ায়; কাঁপানো হৃদয়
          ফিরতে ফিরতে
          কোথায় ফিরে তাকাবো আবার!


আরাধ্য আঁধারের মিথুনের গন্ধ
রোদের ডানায়!
বিশ্বের ঘুমন্ত বিবেক
মানবসত্তার অন্তর্লীন উপাচারে হিলহিলিয়ে ওঠে
আদিম প্রশ্বাস!
কোন ভূখণ্ডের নয়; একক জনগোষ্ঠীর,


আমার কলম খুলে পড়ে বিষ পিঁপড়ে
ফুলস্কেপ সমস্ত কাগজ!
ক্ষমা করবেন বৃক্ষ; ক্ষমা করবেন পাখি এবং সচ্চরিত্র ফুল,  
আমি পারবো না! আমার নিজের বানান ভীষণ ভুল!


             বিনম্রচিত্তে, বিনয়ী স্বরে, নতজানু হয়ে
             আমি চলে যাব,
             যেখানে কেউই যায় না
             সমগ্র মানুষের দীর্ঘ যাত্রার
             এক বিজন পরবাস!
                     - স্বপ্নময় স্বপন©