ঈশ্বর শামুকটি ভাঙলেন,
শামুকটি ঈশ্বরকে ভাঙল
আমি ঘুম ঘুম চোখ
কৃষকের ঘামের রক্তিমতা
পায়ে পায়ে দলিত
হৃদ জমিনের কোমলতা
তুই ছুঁয়ে ছুঁয়ে দেখ
তরঙ্গমুখর উড়ালে বিহঙ্গপুঙ্গব
ডানার ভারে অবরুদ্ধ
মৃত্তিকার নির্বাসনে
কেউটে সাপ খেলে অবরোধহীন
তোর জিভে জিভ হৃদয়ের ওপরে হৃদয়
পেয়ালা ভরে গেছে সর্বগ্রাসী বিষে
সন্তর্পণে ও বিশ্বস্ততায়
শূন্যগর্ভ কান অগভীর মন,
অগ্নিপাত্রে শেষ জ্বলন্ত অঙ্গার
বিবর্ণ মধ্যরাতে ভূতুরে কঙ্কাল
প্রহর-ভর্তি তোমার হাত
শব্দাংশের উঠোন সীমাহীন বিমূর্ত
চমৎকার চিত্রকল্প!
পথ দেখায় অপর পার
জমাট মেঘের নিচে বাতাসের পাপ
ফুটপাতের ছাইগাদায়
যে কোনো মৃত্যুর জন্যে অনুতাপ!
- স্বপ্নময় স্বপন©