পাপ – কোন পাপের কথা বলছ হে,
বল, কোন পাপে বল পাপী
পৃথ্বীর জন্মই যখন পাপ
আমি তো আজন্ম পাপী
কেন দেখাও পাপের ভয়?
পাপ নিয়ে নেমে এলে
ধরনীর বুকে
তবে পাপ আর কোথা হতে হবে?
চোখ বন্ধ করে সভ্যতার নগ্ন মিছিল
মানবতার শোকে জন্মায়
অজস্র প্রতিবন্ধী সন্তান
অমর অক্ষয় স্বাক্ষরে
ইতিহাস চলমান  
কুৎসা ভৎসনা উপেক্ষায় মুগ্ধ ভ্রমণ!
মেঘের দুঃখ দেখার ব্যকুলতা
ভয়াল আগুনে ঘেরা সবুজ অঞ্চল
শূন্যতার আগুনে দগ্ধ ক্রন্দন
আদিম পাথারে আজ নিষিদ্ধ পূর্ণিমা!
পিথাগোরাস এর সূত্র দিয়ে
একবার প্রমান করতো পাপ
দারিদ্র সীমার নীচে থাকা
আমাদের পাপীত্বের পরিমাপ
চাঁদের শেষ ঘণ্টাধ্বনি
চৈতন্যের নির্জন প্রকোষ্ঠে বাজে –
নক্ষত্রের নিপুণ কারুকাজে
আমি পুড়ছি জ্বালা ও আগুনে
এই শাওনে পরবাসে নষ্ট মৃত্তিকায়
মধ্যরাতে শস্যহীন দগ্ধপ্রান্তরে!
ভীষণ আঁধারে নীলাভ বাহু
অন্তর্বাস খুলে নিভাঁজ অঙ্গনে
আমাকে দিয়েছে প্রাণ নিজস্ব ভঙ্গিতে
সবুজ শ্যামলতায়
আমিতো এখানে পেয়েছি প্রেম
অপার বিশ্বাসে নিবিড় আশ্রয়,
টলটলে শরাবের পেয়ালায়  
রঙিন বালিকারা সুস্মিতা-কেন দ্বিধা
গোস্তাকি মাফ...কিসে পাপ!
- স্বপ্নময় স্বপন©