পাগলী তুই থাকলে দীর্ঘ আয়ু বন্দী করি শব্দমালায়
পাগলী তুই থাকলে শহর জুড়ে একাই আমি তোর চিন্তায়
পাগলী তুই থাকলে ইচ্ছে আত্মার ফেরার ভোট
পাগলী তুই থাকলে বহুকাল নেশাতুর প্রেম প্রত্যয়
পাগলী তুই থাকলে চোখে বৃষ্টি মুষুলধারায়
পাগলী তুই থাকলে তুলোর মেঘের নীলাভ জোট
পাগলী তুই থাকলে চুল কাটা ঘুমের কাটা
পাগলী তুই থাকলে রেললাইনে সময় কাটা
পাগলী তুই থাকলে আলুর দম ওজন কম
পাগলী তুই থাকলে অক্সিজেনে বন্ধ দম
পাগলী তুই থাকলে হেলমেট রোবোট নেট
পাগলী তুই থাকলে বন্যতার সস্তা রেট
পাগলী তুই থাকলে বছর বছর নতুন সাল
পাগলী তুই থাকলে আসল নকল কিছু জঞ্জাল
পাগলী তুই থাকলে সমাজ ভণ্ড আগল দন্ড লাগে দ্বন্দ্ব
পাগলী তুই থাকলে সৃষ্টিগন্ধ খিদাগন্ধ সেতুবন্ধ
পাগলী তুই থাকলে হেসে খেলে কান্না জ্বালায়
পাগলী তুই থাকলে কষ্ট নষ্ট দূরে পালায়
পাগলী তুই থাকলে রোজ সকালে এক শালিখে পায়
পাগলী তুই থাকলে হোলির দিনটা রঙ মাখায়
পাগলী তুই থাকলে টার্মিনালে পা-হাত ভাঙা কুলির মন
পাগলী তুই থাকলে রাস্তাঘাটে রেড সিগন্যালে সংগোপন
পাগলী তুই থাকলে জটিলজলে মহাবিশ্বের সংক্রমণ
পাগলী তুই থাকলে পূর্ণ অপূর্ণ যুগান্তর
পাগলী তুই থাকলে ছেড়া বোতাম রিক্সা কথা অনন্তর
পাগলী তুই থাকলে পুরুষাঙ্গ নারী গন্ধ চোখ বন্ধ গাঢ় চুম্বন
পাগলী তুই থাকলে খুব সুখে শহর বুকে রোদ জ্বলে যায় কাঠফাটা
পাগলী তুই থাকলে প্রাণ,কলতান, গেয়ে যায় গান যন্ত্রণাটা
পাগলী তুই থাকলে বিনুনী, ঝাঁকুনি, স্বপ্নে যত্নে বেলা শেষ
পাগলী তুই থাকলে ঘুড়ির মতো কবিতা আতুড় লাগে বেশ
পাগলী তুই থাকলে নীরব আঁচল ঠোঁটের কাছে বিহঙ্গম
পাগলী তুই থাকলে অন্ধকারে গিলিগিলি; করি সঙ্গম
পাগলী তুই থাকলে গাড়ির কাঁচ হাতে পতাকা স্বাধীনতা
পাগলী তুই থাকলে শূন্য মনে পড়ি নামতা
পাগলী তুই থাকলে চোখাচোখির চব্বিশ পৃষ্ঠা
পাগলী তুই থাকলে এলোমেলো সতের লাইনে দেই উষটা
পাগলী তুই থাকলে কোথায় কোথায় হারিয়ে যাবো
পাগলী তুই থাকলে কথায় কথায় নষ্ট হবো
পাগলী তুই থাকলে দরজা জানালা ঘরবাড়ি সব সঙ্গীবিহীন
পাগলী তুই থাকলে একটু বাঁচা একটু মরণ ছোট্ট প্রাণ
পাগলী তুই থাকলে দ্রোহ দাহ স্বপ্নপূরণ সাম্যবাদের উষ্ণতা
পাগলী তুই থাকলে ওষ্ঠ কষ্ট আকার প্রকার প্রান্তিকতা
পাগলী তুই থাকলে বৃষ্টি অঝোর প্লাবন ঝড়ে একটু ব্যথা
পাগলী তুই থাকলে বাসের ভিড়, ঝাল চানাচুর কামড়ানো ভয়
পাগলী তুই থাকলে গ্যালারী জুড়ে মেরে দেই ছক্কা ছয়
পাগলী তুই থাকলে ভিজতে ভিজতে বোঁটায় কামড়
পাগলী তুই থাকলে পরকীয়ার চিকন আদর
পাগলী তুই থাকলে খেলতে খেলতে অন্ধকারে রাত্রিবাস
পাগলী তুই থাকলে চুমোয় চুমোয় কারাবাস
পাগলী তুই থাকলে গন্ধ বাতাস গোপন সুর স্বপ্ন আতুড়
পাগলী তুই থাকলে একরাত্রি ঘুম, আদর মেখেই দুনিয়া ফতুর
পাগলী তুই থাকলে ভাঙা ভেলায় রক্ত প্রলয়
পাগলী তুই থাকলে গভীর অসুখ গরম ছোয়ায়
পাগলী তুই থাকলে দিন জুড়ে শুধুই ঘোর
পাগলী তুই থাকলে মনের চাবি অন্ধকারে অন্য ভোর!
- স্বপ্নময় স্বপন©